• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘সীমান্ত পেরিয়ে হামলার সক্ষমতা দেখিয়েছে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জানুয়ারি ২০১৮, ২৩:৫০

সীমান্ত পেরিয়ে হামলার সক্ষমতা দেখিয়েছে ভারত। রোববার দিল্লীতে এক জনসভায় এমনটা বললেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। খবর দ্য হিন্দু ।

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাদের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া ও তিন সেনাকে হত্যার ঘটনার প্রায় এক মাস পর এ মন্তব্য করলেন তিনি।

জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার কেরি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় চার ভারতীয় সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কয়েক মাস আগে পাকিস্তান ভীতুর মতো হামলা চালিয়ে আমাদের ১৭ জওয়ানকে হত্যা করেছে। এই জরুরি বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সবার সঙ্গে পরামর্শ করেছেন। তারপর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে জঙ্গিদের হত্যা করেছে।’

তিনি বলেন, ‘বিশ্বে শক্তিশালী জাতি হিসেবে ভারতের ভাবমূর্তি রয়েছে। আমরা বিশ্বকে শক্তিশালী বার্তা দিতে পেরেছি যে, শুধু নিজেদের মাটিতেই নয়, শত্রু রাজ্যেও আমরা শত্রুদের উপর হামলা চালাতে পারি। ভারত এই শক্তি অর্জন করেছে।’

ভারত পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় জানিয়ে রাজনাথ সিং বলেন, ‘কিন্তু পাকিস্তান তার পথ থেকে সরে আসছে না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ভারত সরকার কখনও মাথা নত করবে না।’

এপি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিজবুল্লাহর ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল, আহত ১১
ভারত পালানোর সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত
উখিয়া সীমান্তে পিস্তল-গুলিসহ যুবক আটক