মার খেয়ে পালালো বাঘ!
কথায় আছে বাঘে ছুলে আঠারো ঘা। কিন্তু ভারতে দুই ভাই এগুলো থোরাই কেয়ার করেন। রীতিমতো লড়াই করে বাঘ তাড়িয়েছেন। সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন দুই ভাই। সেখানে গিয়ে পড়েন বাঘের খপ্পরে। তবে বীরবিক্রমে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন দুই ভাই। খবর জি নিউজের।
সুন্দরবনের বড়গাজিখালি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন দেব্রবত সরকার ও তার ভাই। তারা জানান, কাঁকড়া ধরার জন্য জাল ফেলতেই পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে বাঘ। হাত কামড়ে ধরে জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। শুরু হয় লড়াই।
আরও পড়ুন: শীর্ষধনী ১ শতাংশের হাতে বিশ্বের ৮২ ভাগ সম্পদ
হাতের লাঠি দিয়েই বাঘকে কয়েক ঘা মারেন দেবব্রত সরকার ও তার ভাই দিবাকর। তাদের চিৎকারে পার্শ্ববর্তী নৌকা থেকে ছুটে আসেন বাকি মৎস্যজীবীরা। বেশ খানিকক্ষণ ধরে লড়াই চলে বাঘের সঙ্গে। শেষমেশ ‘শিকার’ ছেড়ে জঙ্গলে চম্পট দেয় বাঘ।
বাঘের কামড়ে গুরুতর জখম হয়েছে দেবব্রতের হাত। বর্তমানে দুই ভাই গোসাবা হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার সকালে এ খবর ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ হাসপাতালে ওই দুই ভাইকে দেখতে ছুটে আসেন। দিবাকর জানান, বাঘের মুখ থেকে ভাইকে বাঁচাতে পেরেছি। এতেই আমি গর্বিত।
আরও পড়ুন:
এ/পি
মন্তব্য করুন