• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারতে আম আদমির ২০ বিধায়ক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জানুয়ারি ২০১৮, ১৫:৪৯

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির ২০ বিধায়ককে বরখাস্ত করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রোববার দেশটির প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি ও কংগ্রেস। এদিকে আম আদমি পার্টি প্রেসিডেন্টের সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’বলে আখ্যা দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া, সিনহুয়া।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যালয় থেকে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনের দেওয়া মতামতের আলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। আমি, রামনাথ কোবিন্দ, ভারতের প্রেসিডেন্ট, নিজ ক্ষমতাবলে ঘোষণা করছি যে ওই ২০ বিধায়ক দিল্লি বিধানসভার সদস্য হিসেবে অযোগ্য বিবেচিত হবেন।’

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনের ফলে ওই বিধায়কদের নির্বাচনী আসনে আগামী ছয় মাসের মধ্যে উপনির্বাচন করতে হবে। এতে করে দিল্লি বিধানসভায় আসন বাড়ানোর সুযোগ পাবে ওই বিধানসভার বিরোধী দল বিজেপি। এখানে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির দখলে আছে চারটি আসন। আর দেশটির অন্যতম বড় বিরোধী দল কংগ্রেসের কোনো আসনই নেই।

এ বিষয়ে এএপির নেতা গোপাল রাই রোববার হিন্দুস্তান টাইমসকে বলেছেন, বিধায়কদের অযোগ্য ঘোষণা করা বিষয়টি দুর্ভাগ্যের। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রজ্ঞাপন বাতিলের জন্য প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে আম আদমি পার্টি।

অরবিন্দ কেজরিওয়াল ও তার দলের দাবি, ওই বিধায়কদের লাভজনক পদে নিয়োগ দেওয়ার বিষয়টি কোনো সাংবিধানিক নিয়ম ভঙ্গ করেনি। এএপির আইনপ্রণেতারা এরই মধ্যে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন। সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে এএপির প্রধান মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেন, ‘লাভজনক পদ তখনই হবে, যখন তা থেকে কেউ সুবিধা নেবে। কারও বিরুদ্ধে বেতন বা প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়ার অভিযোগ নেই।’

রোববার তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, তার দলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। বিজেপি তাদের ব্যর্থতা থেকে জাতির নজর সরিয়ে নিতেই এমন কাজ করছে। এর ফলে নির্বাচন কমিশনের মর্যাদা নষ্ট হচ্ছে।’

আরও পড়ুন

এপি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুম কমিশনের সুপারিশে কেউ বরখাস্ত হয়নি: প্রেস উইং
হত্যা মামলায় গ্রেপ্তার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
ভারতে মসজিদের সমীক্ষা ঘিরে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ৩
জয়সাওয়ালের পর কোহলির সেঞ্চুরি, চালকের আসনে ভারত