ভেনেজুয়েলায় আগাম নির্বাচন এপ্রিলে
ভেনেজুয়েলায় সরকারপন্থী কন্সটিটিয়েন্ট অ্যাসেম্বলি আগামী এপ্রিলের শেষ নাগাদ নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছে। এরপরই এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তিনি আরেক দফায় নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুত আছেন। খবর বিবিসির।
প্রেসিডেন্ট মাদুরো বলেন, এটা সঠিক সিদ্ধান্ত। সামাজ্র্যবাদী ও ডানপন্থীরা দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে।
ভেনেজুয়েলায় বিরোধী দলগুলো দুর্বল ও বহু ভাগে বিভক্ত। প্রেসিডেন্ট মাদুরোর মূল প্রতিদ্বন্দ্বীরাও হয় নির্বাসনে বা কারাবাসে রয়েছেন।
তবে সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হেনরিকে ক্যাপরাইলস বলেছেন, সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তারা নির্বাচনে হেরে যেতে পারে।
গণতন্ত্র রক্ষায় বিরোধীদের জোটবদ্ধ হতে আহ্বান জানিয়ে একটি টুইটও করেছেন এই নেতা। ওই টুইটে তিনি লিখেন, সরকার ও নেতাদের অধিকাংশই জনগণের বিরক্তির কারণ।
মিরান্ডা প্রদেশের সাবেক গভর্নর ক্যাপরাইলস প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন না। জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে গেলো এপ্রিলে তাকে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করেন আদালত।
যদিও তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন।
এদিকে মাদুরো বলেছেন, ‘বিরোধীদের নিয়ে বা তাদের ছাড়াই’ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০১৩ সালে ভেনেজুয়েলার নেতা হুগো চাভেজ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলে মাদুরো তার স্থলাভিষিক্ত হন।
আরও পড়ুন
এ
মন্তব্য করুন