‘ভিডিও রিটুইটের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছি’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রিটেনের চরম-ডানপন্থী গ্রুপের ভিডিও রিটুইট করার ঘটনায় তিনি ক্ষমা চাইতে প্রস্তুত আছেন। যুক্তরাজ্যভিত্তিক আইটিভি’র পিয়েরস মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, গেলো বছরের নভেম্বরে ব্রিটেন ফার্স্টের তিনটি ভিডিও শেয়ার করার আগে তাদের সম্পর্কে ‘কিছুই’ জানতাম না। খবর বিবিসির।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদি আপনি আমাকে বলেন তারা ভয়ঙ্কর লোক, ভয়ঙ্কর, বর্ণবাদী। আপনি চাইলে আমি অবশ্যই ক্ষমা চাইবো। সাক্ষাৎকারটি ডাভোসে নেয়া হয়েছে, যেটি আগামী ২৮ জানুয়ারি সম্প্রচার করা হবে।
ওই রিটুইট নিয়ে অনুতপ্ত কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি এটা করেছিলাম কারণ আমি চরমপন্থী ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বাসী’।
তবে ট্রাম্প জোর দিয়েই বলেছেন যে, তিনি ব্রিটেন ফার্স্ট সম্পর্কে আগে থেকে ‘কিছুই’ জানতেন না। তিনি বলেন, আমি তাদের সম্পর্কে কিছু জানি না। আমি এ ধরনের লোকদের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। ব্রিটেন ফার্স্টের ডেপুটি লিডার জেডা ফ্রানসেনের ভিডিওগুলো রিটুইট করার পর চার কোটি ফলোয়ারের তোপের মুখে পড়েন ট্রাম্প।
এসময় ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’র তার এই পদক্ষেপের সমালোচনা করেন। থেরেসা মে বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই ব্রিটেন ফার্স্টের ভিডিও রিটুইট করা সঠিক ছিল না।
তবে মে’র এই মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ব্রিটেনের ‘সন্ত্রাসবাদ’র দিকে নজর দেয়ার পরামর্শ দেন।
এ/পি
মন্তব্য করুন