• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কলম্বিয়ায় বোমা হামলায় পাঁচ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০১৮, ১৬:২৬

কলম্বিয়ার একটি পুলিশ স্টেশনে কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর বিবিসির।

বাররানকুইলা শহরে অবস্থিত ওই থানায় তারা যখন তাদের অ্যাসাইনমেন্ট বুঝে নিচ্ছিলেন ওইসময় এই বিস্ফোরণ ঘটে।

কর্মকর্তারা বলছেন, মাদক পাচারকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশ যে অভিযান চালাচ্ছে এর প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

এদিকে ওই হামলার পর অপরাধীদের ধরিয়ে দিতে ১২ হাজার সাতশ ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, রিমোট কন্ট্রোলের সহায়তায় ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। কর্মকর্তারা মনে করছেন, ওই বোমাটি আগেই পুঁতে রাখা হয়েছিল।

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, ওই হামলার ঘটনায় ৩১ বছর বয়সী একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

কলম্বিয়ান পত্রিকা এল তিয়েম্পোর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন যাকে আটক করা হয়েছে তার কাছে রেডিও ইকুইপমেন্ট পাওয়া গেছে।

হামলা ও এর পরিকল্পনায় আরও কয়েকজন জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট জ্যঁ ম্যানুয়েল সান্তোস এ হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন। হামলকারীদের গ্রেপ্তারের আগে কর্তৃপক্ষ থামবে না বলেও তিনি এসময় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা, পুলিশের সতর্কবার্তা
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার