• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ঘন কুয়াশায় বিপর্যস্ত দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:০৭

অতিরিক্ত কুয়াশার কারণে ভারতের রাজধানী দিল্লিতে রেল চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে। ঘন কুয়াশার কারণে ৩৮টি ট্রেন ঠিক সময়ে না পৌঁছে দেরিতে পৌঁছেছে। আর দৃশ্যমানতা কমে যাওয়ায় বাতিল করা হয়েছে ১৮টি ট্রেন যাত্রা। খবর ইন্ডিয়া টুডে।

শনিবার ঘন কুয়াশার চাদরে ঢেকে ঘুম ভাঙে দিল্লির। শীতও রীতিমত হাড় কাঁপানো। রাজধানীতে তাপমাত্রা সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। দেরিতে স্টেশন ছেড়ে যায় চলে ৪৯টি ট্রেন। সময় পরিবর্তন করা হয়েছে ১৩টি ট্রেনের। আর বাতিল করা হয়েছে ১৮টি ট্রেন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান চলাচল বিঘ্নিত হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও ঘন কুয়াশায় ভারতের পশ্চিমবঙ্গে রেল ও বিমান চলাচল মারাত্মক বিঘ্নিত হয়েছিল। ঘন কুয়াশার কারণে রাজধানী কলকাতাসহ সমগ্র রাজ্যের সঙ্গে উত্তর ভারতে যোগাযোগকারী ট্রেনগুলো অস্বাভাবিক দেরিতে গন্তব্যে পৌঁছেছে। দেরিতে পৌঁছেছে উত্তরবঙ্গ ও আসামগামী ট্রেনগুলোও।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
আগামী ৭২ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া
তাপমাত্রা-কুয়াশা-শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা