• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:১৫

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফেব্রুয়ারি ফিলিস্তিন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৯-১২ ফেব্রুয়ারি ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করবেন মোদি। খবর এনডিটিভি।

আগামী ১০ ফেব্রুয়ারি ফিলিস্তিনের রামাল্লায় যাবেন মোদি। এর আগে, গত বছরই ইসরায়েল সফরে গিয়েছিলেন তিনি।

এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন ফিলিস্তিনে। স্বাভাবিকভাবেই এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। গত বছর ইসরায়েল সফরে গেলেও ফিলিস্তিনে যাননি তিনি।

তবে জেরুজালেম প্রশ্নে অবশ্য জাতিসংঘের প্রস্তাবে ইসরায়েলের বিপক্ষেই ভোট দিয়েছে ভারত। ফিলিস্তিনের সঙ্গে জেরুজালেম নিয়ে লড়াইয়ে ভারত যে ইসরাইলের বিপক্ষে তা স্পষ্ট করার পরেও নেতানিয়াহু’র সফরে তার কোনো প্রভাব পড়েনি। এবার ফিলিস্তিন সফরে গিয়ে ভারতের অবস্থান আরো স্পষ্ট করবেন মোদি।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ভারতীয় খাঁসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
ভারতকে হতাশায় ডুবিয়ে প্রথম দিন রাঙালো অস্ট্রেলিয়া
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
খেলার জগতে বক্সিং ডে জনপ্রিয় কেন?