• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

কাবুলে মিলিটারি অ্যাকাডেমিতে জঙ্গি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৮, ০৮:৫১

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিলিটারি অ্যাকাডেমি থেকে গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার সকালে মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

শনিবার কাবুলে বিস্ফোরকবোঝাই অ্যাম্বুলেন্স হামলায় কমপক্ষে একশ জন নিহত হন। আহত হন আরও প্রায় দেড়শ জন। চলতি মাসে এটিই দেশটিতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা।

আফগানিস্তানে সাম্প্রতিক সময়গুলোতে ইসলামিক স্টেট ও তালেবানরা হামলা চালাচ্ছে।

শনিবারের ওই হামলার এক সপ্তাহ আগে ২০ জানুয়ারি কাবুলে একটি বিলাসবহুল হোটেলে হামলায় ২২ জন নিহত হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক। এই দুই হামলারই দায় স্বীকার করেছে তালেবান।

আফগান সামরিক প্রতিষ্ঠানগুলো প্রায়ই জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু হয়। এর আগে গেলো বছরের অক্টোবরে মার্শাল ফাহিম মিলিটারি অ্যাকাডেমিতে বিস্ফোরণে ১৫ জন ক্যাডেট নিহত হন।


আরও পড়ুন:

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে দাবানলে পিছিয়ে গেল অস্কার আয়োজন
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশাল নিয়োগ, নেবে ১৯০ জন
বিমানবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে