• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

আমেরিকায় গুলিবর্ষণের ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৮, ১০:৪০

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোররাত তিনটার দিকে অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পিটসবার্গে কারওয়াশের দোকানে এই ব্যক্তিরা নিহত হন। খবর এনডিটিভির।

স্থানীয় ডব্লিউপিএক্সআই নিউজ চ্যানেল জানিয়েছে, ওই চার ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আর সন্দেহভাজন হামলাকারীকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তারা জানাচ্ছে, হামলার শিকার ব্যক্তিদের বয়স ২০-৩০ বছরের মধ্যে।

এদিকে নিহতদের মধ্যে ওই হামলাকারীও রয়েছে কিনা সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তারা জানিয়েছে, এখন আর কোনো হুমকি, বিপদ কেটে গেছে।

অন্যদিকে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে সেটি এখনও স্পষ্ট নয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: কাবুলে মিলিটারি অ্যাকাডেমিতে জঙ্গি হামলা
--------------------------------------------------------

পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র রবার্ট ব্রডওয়াটার বলেছেন, এই হামলার সঙ্গে মাদক কারবারিদের কোনো সম্পর্ক আমরা খুঁজে পাইনি। কিন্তু আমাদের কাছে এই হামলার উদ্দেশ্য এখনও অস্পষ্ট।

ব্রডওয়াটার আরও বলেছেন, একটি গাড়ির মধ্যে দুই ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। আর অন্য দুই জনের মৃতদেহ পাওয়া গেছে কারওয়াশের পার্কিং এলাকায়।

তবে ডব্লিউপিএক্সআই নিউজ চ্যানেল বলছে, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

কারওয়াশ কারখানার মালিক শ্যারি বুকোভ্যাক বলেছেন, আমাদের কারখানা ২৪ ঘণ্টাই খোলা থাকে। তবে ওই ঘটনার সময় কেউই সেখানে উপস্থিত ছিলেন না।

তিনি বলেন, মাঝরাতের দিকে আমাদের এক প্রতিবেশী এই গোলাগুলির খবর জানিয়েছেন। তিনি আরও বলেন, আমি এ গোলাগুলির ব্যাপারে কিছুই জানি না।

আরও পড়ুন:

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী বাপ্পি ঢাকায় গ্রেপ্তার
পেনসিলভানিয়ায় জিতলেই নির্বাচন জিতে যাব: ট্রাম্প
রাজধানীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা গ্রেপ্তার
আন্দোলনে গুলিবর্ষণকারী সেই মিজান গ্রেপ্তার