• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাকা ছাড়লেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০১৮, ১১:৫৩

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তিনদিনের সফর শেষে সোমবার সকালে ঢাকা ছেড়েছেন। সকাল ৯টার দিকে তাকে বহনকারী একটি বিমান জাকার্তার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানবন্দরে উইদোদোকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

গত শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকায় আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে যান উইদোদো। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য সাহায্য চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গুলি করে হত্যা
--------------------------------------------------------

তিনি সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নৈশভোজে অংশ নেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। সাভারে গিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এছাড়া পরিদর্শন করেন জাতির জনকের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও।

তার এ সফরকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পাঁচটি চুক্তি-সমঝোতা স্বাক্ষর হয়।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে যুদ্ধ দ্রুতই শেষ হবে: জেলেনস্কি
ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের সেকেন্ড লেডি
বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় লাফালাফি করার কিছু নেই: সাকি