কাবুলে মিলিটারি অ্যাকাডেমিতে হামলায় জঙ্গিসহ নিহত ১৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিলিটারি অ্যাকাডেমিতে জঙ্গি হামলায় কমপক্ষে ১১ জন সেনা নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দাওলাত ওয়জিরি বলেছেন, এ ঘটনায় আরও ১৬ আফগান সেনা আহত হয়েছেন। খবর বিবিসির।
ওই মুখপাত্র বলেছেন, হামলায় পাঁচ জঙ্গি অংশ নিয়েছিল। তিনি বলেন, দুই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায় আর দুইজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। অপর আরেকজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
জেনারেল দাওলাত বলেন, এসময় চারটি একে-ফোরটিসেভেন, একটি আত্মঘাতী বর্ম ও রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার সকাল থেকেই খবর আসতে থাকে কাবুলে মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। কাবুলের পশ্চিমাঞ্চলে আফগান ন্যাশনাল আর্মি ঘাঁটির কাছে ওই হামলায় সকাল থেকেই বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়।
ইসলামিক স্টেটের আমাক বার্তা সংস্থা বলছে, তারা এই হামলা চালিয়েছে।
শনিবারই দেশটিতে ভয়াবহ অ্যাম্বুলেন্স বোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়। এর এক সপ্তাহ আগে ২০ জানুয়ারি কাবুলে একটি বিলাসবহুল একটি হোটেলে হামলায় ২২ জন নিহত হয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে ইসলামিক স্টেট ও তালেবানরা ঘন ঘন হামলা চালাচ্ছে।
আরও পড়ুন:
এ
মন্তব্য করুন