• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৪:১৬

শর্ত আরোপ করে শরণার্থীদের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এখন থেকে সবাইকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে। ঝুঁকিপূর্ণ এগারোটি দেশের শরণার্থীদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই এমন সিদ্ধান্ত নিলো দেশটি। খবর সিনহুয়া।

মার্কিন নিরাপত্তা সেক্রেটারি কার্স্টজেন নিলসে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে শরণার্থীদের কঠিনভাবে মূল্যায়ন করা হবে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার্থেই পদক্ষেপটি আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, কারা যুক্তরাষ্ট্রে ঢুকছে সেটা আমাদের জন্য ভালোভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে দশটি মুসলিম দেশ ও নর্থ কোরিয়াকে ‘উচ্চ ঝুঁকির দেশ’ হিসেবে চিহ্নিত করে দেশগুলোর ওপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। গত তিন বছরে এই দেশগুলো থেকেই চল্লিশ শতাংশ শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

আরও পড়ুন:

এপি/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের শপথের আগেই ৩ জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগের নির্দেশ
যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ টিকটক
বিশ্বে চোখ রাঙাচ্ছে এইচএমপিভি ভাইরাস, যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র
ট্রাম্পের অভিষেকে যোগ দেবেন বাংলাদেশের দূত