যে গ্রাম শুধু নারীদের!
কোনো একদিন নিজের গ্রামে গিয়ে দেখলেন সেখানে কোনো পুরুষ নেই। হয়তো বিস্মিত হবেন। কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা সত্যিই আছে যেখানে কোনো পুরুষ নেই। সেটা শুধু নারীদের জন্য।
মিশরে আল-সামাহা নামক গ্রামে কোনো পুরুষ নেই। সেখানে এখন ৩০৩ জন নারী বাস করছেন। ওই গ্রামে পুরুষ প্রবেশ নিষেধ।
কোনো নারী যদি বিয়ে করেন তাহলে তাকে গ্রাম ছাড়তে হয়। গ্রামটি দক্ষিণাঞ্চলীয় আসওয়ানে এদফু শহরে অবস্থিত।
ভাবছেন নারীরা নিজেরাই এমন একটি গ্রাম কীভাবে গড়ে তুললেন? আসলে মিশরের সরকার বিধবা ও তালাকপ্রাপ্তা নারীদের এই গ্রামটি দিয়েছে। আছে চাষাবাদের জন্য জমি। খামার ও পশুপালনের জন্য পর্যাপ্ত স্থান।
গ্রামটির জেনারেল সুপারভাইজার বলেছেন, ১৯৯৮ সালে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রজেক্টের অধীনে দুটি গ্রাম বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের দেয়া হয়। এই গ্রামের নারীরা তাদের সন্তানদের নিয়ে বাস করেন। এখানে কোনো পুরুষ বাস করে না।
প্রত্যেক পরিবারকে একটি বাড়ি ও ছয় একর জমি দেয়া হয়। পাশাপাশি দেশি-বিদেশি সংস্থার সাহায্যও পান তারা।
এখানকার নারীদের ফার্নিচার ও প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম এবং স্বল্প মেয়াদে ঋণ দেয়া হয়।
গ্রামের সব বাড়িই একতলা। সেখানকার নারীরা সরকারি ভর্তুকি পায়। পরে তারা কিস্তির মাধ্যমে সেই টাকা শোধ করার সুযোগ পান। তবে যখন কোনো নারীর বিয়ে হয় তখন তাকে গ্রাম ছাড়তে হয়। মজার বিষয় হচ্ছে এই গ্রামে আখ ছাড়া সবকিছু চাষ করার অনুমতি রয়েছে।
আরও পড়ুন:
এ/পি
মন্তব্য করুন