• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘আমেরিকান ড্রিম পূরণ করার এটাই সুবর্ণ সময়’

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি ২০১৮, ১০:১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টেট অব ইউনিয়নে প্রথম ভাষণে আবারও ‘নতুন আমেরিকান মুহূর্তের’দাবি করেছেন। মঙ্গলবার রাতে কংগ্রেসের উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, আমেরিকান ড্রিম পূরণ করার এটাই সবচেয়ে সুবর্ণ সময়।

ট্রাম্প বলেন, আমি সব রাজনৈতিক তিক্ততা ভুলে ডেমোক্রেটদের দিকে ‘হাত প্রসারিত’করেছি। মার্কিন অর্থনীতি এগিয়ে যাচ্ছে।

এসময় অভিবাসন নিয়ে মন্তব্যের জের ধরে ডেমোক্রেটদের দুয়ো ধ্বনি শুনতে হয়েছে ট্রাম্পকে। ট্রাম্প বরাবরই অভিবাসন নিয়ে সরব। তার ভাষায় ‘সত্যিকারের দুষ্টু লোক’আমেরিকায় প্রবেশ করছে। এই ভাষণেও সেটি শোনা গেল।

এর আগে গেলো বছর নিজের উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘নিরাপদ, শক্তিশালী ও গর্বিত আমেরিকা’গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

এদিকে ম্যাসাচুসেটসের কংগ্রেসম্যান জোসেফ কেনেডি তৃতীয় ডেমোক্রেটদের পক্ষে ট্রাম্পের ভাষণের যুক্তি খণ্ডন করবেন। এসময় তিনি তার ভাষণে ‘আমেরিকার ভুলে যাওয়া’মানুষদের কথা তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।

দেশের মধ্যে ‘ফাটল’ধরানো ও ট্রাম্পের সময়কে ‘বিশৃঙ্খল’ উল্লেখ করে তিনি বলবেন, গেলো বছর অনেকেই উদ্বেগ, রাগ আর ভয়ভীতির মধ্যে সময় কাটিয়েছে। ওদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, তারা ধারণা করছেন চার কোটি টেলিভিশন দর্শক এই ভাষণ দেখবে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে যা বলল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে পুরস্কৃত মডেল নিবিড় আদনান
ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর মামলা খারিজ