তৈরি হচ্ছে বিশ্বের প্রথম মহাকাশ হাসপাতাল!
বিশ্বের প্রথম মহাকাশ হাসপাতাল তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ন্যানো প্রযুক্তির মাধ্যমে নভোচারীদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। খবর গাল্ফ নিউজ, খালিজ টাইমস।
আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. কালথোম আল-বালুশি জানান, মহাকাশের ওই হাসপাতালে ন্যানো প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর চিকিৎসকরাই নভোচারীদের চিকিৎসা দেবেন। হাসপাতালটি চালু করার আগে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ২০২০ সালের মধ্যে মঙ্গলে নভোচারী পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে আরব আমিরাত।
--------------------------------------------------------
আরও পড়ুন: বিমানের টয়লেট সারাতে ৮৫ মিস্ত্রি!
--------------------------------------------------------
খালিজ টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মহাকাশ হাসপাতাল প্রকল্পের প্রধান টেরি করিম লুইস বলেন, পৃথিবী থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মহাকাশ হাসপাতালে ন্যানো রোবট নভোচারীদের প্রয়োজনীয় চিকিৎসা দেবে। টেরি করিমকে স্বাস্থ্য মন্ত্রণালয় এ প্রকল্পের জন্য নিয়োগ দিয়েছে।
তিনি বলেন, নভোচারীদের চিকিৎসার জন্য আমরা ন্যানো টেকনোলজি ব্যবহারের পরিকল্পনা করেছি। নভোচারীদের দেহে কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। ইনজেকশনের মাধ্যমে ভেতর থেকেই চিকিৎসা করবে ন্যানো-রোবট।
উল্লেখ্য, দেশটির জাতীয় মহাকাশ কর্মসূচির অধীনেই এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ।
আরও পড়ুন:
এপি/ এমকে
মন্তব্য করুন