লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৯০
পশ্চিম লিবিয়ায় উপকূলে নৌকাডুবির ঘটনায় প্রায় ৯০ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম)।
শুক্রবার আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক এই সংস্থার একজন মুখপাত্র বলেন, জুওয়ারা শহরের কাছে ভেসে আসা ১০ মরদেহের আটটি পাকিস্তান এবং দুটি লিবিয়ার নাগরিকের।
একটি মাছ ধরার নৌকা একজন জীবিতকে উদ্ধার করেছে। আরও দুইজন সাঁতার কেটে তীরে পৌঁছাতে সক্ষম হয়। তবে কীভাবে নৌকাটি এই ধরনের বিপদের সম্মুখীন হলো তা এখনও জানা যায়নি।
২০১৭ সালে লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালি ও ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে অন্তত এক লাখ ২০ হাজার জন পাড়ি জমান।
--------------------------------------------------------
আরও পড়ুন: কোমলমতি শিশুদের হাত পোড়ালেন প্রিন্সিপাল
--------------------------------------------------------
ইইউ ও তুরস্কের কর্তৃপক্ষ তুর্কি উপকূল ও গ্রিক দ্বীপপুঞ্জের মধ্য নৌপথে চলাচল শক্ত হাতে দমন করায় শরণার্থী ও অভিবাসীরা অন্য পথ দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। ভূমধ্যসাগর অতিক্রম করা বিপদজনক হলেও ইতালির কাছাকাছি এবং দুর্বল কেন্দ্রীয় সরকার শাসিত লিবিয়াকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছে অনেক শরণার্থী।
মানবপাচারকারীরা প্রায়ই এই পথে দুর্বল কাঠামোর নৌকায় মাত্রাতিরিক্ত শরণার্থী বোঝাই করে পাঠায়। আর এসব নৌকা উল্টে বা ডুবে যাওয়ার ঝুঁকি থাকে বেশি।
এর আগে, গত ১০ জানুয়ারি নৌকা উল্টে গিয়ে পানিতে ডুবে প্রায় শতাধিক শরণার্থী মারা যায়।
আরও পড়ুন:
কে/পি
মন্তব্য করুন