• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

স্ত্রীকে হত্যার পর পাক মন্ত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪২

পাকিস্তানে স্ত্রীকে হত্যার পর এক মন্ত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার নিজ বাড়িতে প্রাদেশিক মন্ত্রী মির হাজার খান বিজারানি ও তার স্ত্রী ফারিহা রাজাকের মরদেহ পাওয়া যায়। শুক্রবার পুলিশ জানিয়েছে, একই অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মির হাজার খান। খবর জিও টিভির।

জিও টিভি জানিয়েছে, পুলিশ ধারণা করছে নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদকে কেন্দ্র করেই হত্যা এবং আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থলে পাওয়া বুলেটগুলো একই বন্দুকের বলে তারা ধারণা করছেন।

ওই রিপোর্টে বলা হয়েছে, মন্ত্রীর মাথায় একটি বুলেটের আঘাত রয়েছে। তবে তার স্ত্রীকে তিনবার গুলি করা হয়েছে।

পাকিস্তান পিপলস পার্টির এই বর্ষীয়ান নেতা বিজরানি সিন্ধ প্রদেশের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী ছিলেন। তার স্ত্রী ছিলেন একজন সাংবাদিক।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর মন্ত্রী ও তার স্ত্রীর জন্য দোয়ার আয়োজন করা হয়। কুররামপুরে কাশমোর জেলায় বিজারানির জন্য দোয়ার আয়োজন করা হয়। আর রাজাকের দোয়া অনুষ্ঠিত হয় করাচিতে।

আরও পড়ুন:

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে ইমরানের হাজার হাজার সমর্থক গ্রেপ্তার
জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার পাকিস্তানের
পাকিস্তানে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩২
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান