• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

মালদ্বীপের ঘটনায় ‘উদ্বিগ্ন’ নয়া দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩১

মালদ্বীপের চলমান রাজনৈতিক সঙ্কট নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় নয়া দিল্লি বলছে, তারা এ ঘটনায় ‘উদ্বিগ্ন’। ভারত বলছে, তারা ‘পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ’ করছে। খবর এনডিটিভির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার উদ্বেগজনক।

সোমবার ভারত সাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্রটিতে জরুরি অবস্থা জারি করা হয়। এরপর সঙ্কট নিরসনে ভারতকে হস্তক্ষেপের জন্য আহ্বান জানান মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।

ভারতকে মালদ্বীপে সেনা সমর্থনপুষ্ট একজন দূত পাঠানোর আহ্বান জানিয়ে মঙ্গলবার টুইট করেন শ্রীলঙ্কায় অবস্থানরত নাশিদ। ওই টুইট বার্তায় তিনি দেশটির প্রধান বিচারপতিসহ সাবেক প্রেসিডেন্টকে মুক্ত করার ব্যাপারে ভারতের সাহায্য প্রার্থনা করেন।

শুক্রবার মালদ্বীপের সর্বোচ্চ আদালত নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে বিচার অসাংবিধানিক বলে ঘোষণা দেন। একইসঙ্গে আদালত বিরোধী দলীয় নয় এমপিকে মুক্তি দিতে আদেশ দেন।

তবে আব্দুল্লাহ ইয়ামিন সরকার আদালতের এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়ে উল্টো পার্লামেন্ট মুলতবি ঘোষণা করে।

এরপরই দ্বীপরাষ্ট্রটির অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টকে গ্রেপ্তারের পদক্ষেপ অবৈধ বলে ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার প্রকাশ্যে এলেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি-সেক্রেটারি
৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭
দেশে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বেড়েছে
বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ শিগগিরই