• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস কোল্টসের খেলোয়ার এডউইন জ্যাকসন ও তার উবার ড্রাইভার এক অবৈধ অভিবাসীর গাড়ীর ধাক্কায় নিহত হন।

মঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্প এ ঘটনার জন্য অনিবন্ধিত অভিবাসীদের দায়ী করেন এবং এ হুঁশিয়ারি দেন। খবর সিএনএন।

এর আগে অপরাধী ওই গাড়িচালককে দুইবার যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হয়। তারপরও সে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: অলিম্পিকে উত্তর কোরিয়ার নেতৃত্বে কিমের বোন
--------------------------------------------------------

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ট্রাম্প নিজের টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করে এক ব্যক্তি এডউইন জ্যাকসনকে মেরে ফেলেছে। বিষয়টি খুব লজ্জাজনক। প্রতিরোধযোগ্য অনেক মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে এটি একটি। আমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি সীমান্ত সুরক্ষা জোরদার করতে হবে এবং আরও কঠোর হতে হবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে।’

৩৭ বছরের গুয়েতেমালার নাগরিক ম্যানুয়েল ওরেগো জাভালার কালো রঙের ফোর্ড এফ-১৫০ পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জ্যাকসনের গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি ও তার উবার চালক নিহত হন। তারা দুইজন এ সময় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ বিষয়ে অভিবাসন কর্তৃপক্ষ স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে।

আরও পড়ুন:

এপি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়