• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

স্মার্টফোন ব্যবহার করেন না পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি স্মার্টফোন ব্যবহার করেন না। এর আগে গেলো বছর পুতিন বলেছিলেন, সোশ্যাল মিডিয়া নিয়েও কোনো আগ্রহ নেই তার। খবর স্ট্রেইট টাইমসের।

বৃহস্পতিবার দেশের বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, আপনাদের কথা অনুযায়ী প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে। কিন্তু আমার কাছে নেই।

সাইবেরিয়ায় ওই বৈঠকে কুরচাটভ পরমাণু গবেষণা ইন্সটিটিউটের প্রধান মিখাইল কোভালচাকের মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

প্রযুক্তির বিষয়ে তার পিছিয়ে থাকার কথা পুতিন আগেই জানিয়েছিলেন। কিন্তু আধুনিক যুগে, এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থেকেও তার কাছে কোনো স্মার্টফোনই নেই, এটা বিস্ময়ের! ইন্টারনেটও তেমন ব্যবহার করেন না তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী ঘটনায় বাংলাদেশি নারী রিমান্ডে
--------------------------------------------------------

পুতিন আরও বলেন, সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে ইন্সটাগ্রাম থেকে ইন্টারনেট- কোনো কিছুই ব্যবহার করার সময় পাই না।

পুতিন স্মার্টফোন, ইন্টারনেট, ইন্সটাগ্রাম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখলেও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ঠিকই আইফোন ও অন্যান্য গেজেট ব্যবহারে সরব।

এদিকে সোমবার রাশিয়ার একটি অধিকার গ্রুপ জানিয়েছে, গেলো বছর অনলাইনে বিভিন্ন পোস্টের কারণে ৪৩ জনকে কারাগারে যেতে হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে ক্রেমলিনে আসার পর ইন্টারনেট স্বাধীনতার ওপর খড়গহস্ত হয়েছেন পুতিন।

আরও পড়ুন:

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯/১১ স্টাইলে রাশিয়ায় বহুতল ভবনে ড্রোন হামলা
কার নির্দেশে বন্ধ ছিল ইন্টারনেট, জিজ্ঞাসাবাদে জানিয়েছেন পলক
বাংলাদেশে সরিয়ে আনা হতে পারে রাশিয়ার বড় বড় পোশাক কারখানা 
বাজারে এলো লিনেক্স মোবাইলের নতুন ফোর-জি স্মার্ট ফিচারফোন