• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

না ফেরার দেশে আসমা জাহাঙ্গীর

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৯

না ফেরার দেশে চলে গেলেন পাকিস্তানের মানবাধিকারকর্মী ও আইনজীবী আসমা জাহাঙ্গীর। রোববার লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পর তার মৃত্যু হয়। খবর ডন।

৬৬ বছর বয়সী এই মানবাধিকারকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছে দেশটির প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারসহ আরও অনেকে।

উল্লেখ্য, যেসব পাকিস্তানিরা একাত্তরে নির্যাতিত বাঙালির পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আসমা জাহাঙ্গীরের বাবা মালিক গোলাম জিলানী। তিনি ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর তার মুক্তি দাবিতে জেনারেল ইয়াহিয়াকে খোলা চিঠি লেখেন তিনি। এ কারণে জেলেও যেতে হয়েছিল তাকে।

২০১৩ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে দাঁড়ানো ৬৯ জন বিদেশি বন্ধুকে সম্মাননা দেওয়া হয়। তার মধ্যে যে ১৩ জন ছিলেন পাকিস্তানি ছিলেন, তাদের একজন মালিক গোলাম জিলানী। ওই সময় বাবার সম্মাননা সনদ গ্রহণ করেন তার মেয়ে আসমা জাহাঙ্গীর। মানবাধিকার আন্দোলনের এই নেত্রী বাংলাদেশেও বেশ পরিচিত।

বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হয়ে বাংলাদেশ ও পাকিস্তানের বিচারিক সংস্কারের পরামর্শক হিসেবে কাজ করেছেন আসমা জাহাঙ্গীর। জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও কাজ করেছেন তিনি। পাকিস্তানের উইমেন অ্যাকশন ফোরামের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন ১৯৫২ সালে জন্ম নেয়া আসমা জাহাঙ্গীর।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম, বাড়তে পারে দেশেও
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল
কানাডা ও যুক্তরাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসছে বাংলাদেশে
নিয়োগযোগ্য শিক্ষার্থী গড়ার তালিকায় নেই দেশের কোনও বিশ্ববিদ্যালয়