বন্দুক পাগল ছিল ফ্লোরিডার স্কুলে হামলাকারী!
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৭ জন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই ঘটনায় ১৯ বছরের নিকোলাস ক্রুজকে আটক করা হয়েছে।
শাদ উইলিয়ামস নামের ১৮ বছরের এক শিক্ষার্থী রয়টার্সকে জানায়, ক্রুজ বন্দুকের পাগল ছিল। স্কুলে থাকতে সে নিয়মিত ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিত। তার তেমন কোনো বন্ধু ছিল না। সে সবসময় একা থাকতে পছন্দ করত। খবর রয়টার্স, বিবিসি।
পুলিশ জানায়, ক্রুজ এ স্কুলের সাবেক ছাত্র। তাকে বিশৃঙ্খলার দায়ে বহিষ্কার করা হয়েছিল।
স্কুলটির অংকের শিক্ষক জিম গার্ড বলেন, গত বছর শিক্ষার্থীদের জন্য হুমকি হওয়ার কারণে তাকে স্কুল ছেড়ে যেতে বলা হয়েছিল। তার বিষয়ে সকল শিক্ষককে ইমেইল পাঠিয়ে সতর্ক করা হয়েছিল।
পুলিশ ক্রুজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে অনুসন্ধান করছে। সেখানে উদ্বিগ্ন হওয়ার মতো তথ্য রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা শেরিফ স্কট ইসরায়েল।
তিনি বলেন, ‘আমরা এরইমধ্যে তার ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান করেছি। সেখানে কিছু কিছু তথ্য খুবই উদ্বেগজনক।’
আরও পড়ুন:
এপি/জেবি
মন্তব্য করুন