গাজায় হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আটকে আছে প্রায় ৫শ সার্জারি। ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার সব হাসপাতালে স্বাস্থ্যবিধি পরিষেবা স্থগিত করায় প্রায় ৫শ অপারেশন আটকে আছে। খবর মিডল ইস্ট মনিটর।
এক সংবাদ সম্মেলনে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আসরাফ কেদরা জানিয়েছেন, হাসপাতালগুলোতে স্বাস্থ্যবিধি পরিষেবা স্থগিত থাকায় এবং নিরাপদ স্বাস্থ্য পরিবেশের অভাবে চতুর্থদিনের মতো চিকিৎসা সেবা বন্ধ হয়ে আছে। ফলে বহু রোগী চিকিৎসা সঙ্কটে রয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্যবিধি পরিষেবা স্থগিত থাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দন্ত চিকিৎসা এবং লেবরেটরির বিভিন্ন পরীক্ষাও আটকে আছে। সেখানে প্রাথমিক সেবাও ব্যাহত হচ্ছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ইরাক পুনর্গঠনে মিললো তিন হাজার কোটি ডলার, শীর্ষে তুরস্ক
--------------------------------------------------------
গাজায় যেসব কোম্পানি বিভিন্ন স্বাস্থ্য সেবা সরঞ্জামাদি সরবরাহ করে থাকে তারা সেখানে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। কারণ দীর্ঘ পাঁচ মাস ধরে হাসপাতালগুলো তাদের বিল পরিশোধ করতে পারছে না।
প্রায় নয় বছর ধরে গাজার প্রায় ১৫ লক্ষ অধিবাসীর উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এর ফলে সেখানে খাদ্য, ওষুধ, পানি ও জ্বালানীর তীব্র সংকট দেখা দিয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অর্ধেকেরও বেশি মানুষ বিপর্যয়কর অবস্থার মধ্যে জীবনযাপন করছেন। জ্বালানী সরবরাহ বন্ধ থাকায় গাজার বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। গোটা গাজা উপত্যকায় নেমে এসেছে ঘন অন্ধকার। গাজার পানি পরিশোধন কেন্দ্র ও হাসপাতালগুলোর স্বাভাবিক কার্যক্রমও চরমভাবে ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন:
এমকে
মন্তব্য করুন