৭ মিনিটে ১৭ জনকে গুলি করে হত্যা!
১৪ ফেব্রুয়ারি বুধবার ছিল বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার এমন দিনে ঘটে গেলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক ভয়াবহ হত্যাকাণ্ড। মাত্র সাত মিনিটে মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে নিকোলাস ক্রুজ নামের এক বন্দুকধারী ১৭ জনকে গুলি করে হত্যা করেছে। ওই হত্যাকারী নিকোলাস ক্রুজকে আটক করেছে পুলিশ । খবর স্কাই নিউজ।
১৯ বছরের নিকোলাস ক্রুজকে স্কুলে নিয়ম-শৃঙ্খলা না মানায় বহিষ্কার করা হয়েছিল। প্রতিশোধ নিতেই মনে হয় বিশ্ব ভালোবাসা দিবসে ভয়ংকর রূপে ফিরে এলেন পুরোনো স্কুলে।
ক্রুজ বন্দুকের পাগল ছিলো। সে ছিল অস্থির চিত্তের। স্কুলে থাকতে সে নিয়মিত ফায়ার অ্যালার্ম বাজিয়ে সবাইকে বিরক্ত করত।
--------------------------------------------------------
আরও পড়ুন: সিরিল রামাফোসাই দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট
--------------------------------------------------------
স্কুলের অংকের শিক্ষক জিম গার্ড বলেন, স্কুল কর্তৃপক্ষ ক্রুজের আচরণ নিয়ে শিক্ষকদেরকে ইমেইল পাঠিয়ে সতর্ক করেছিল।
স্কুলের কর্মকর্তরা ক্রুজকে স্কুল থেকে বহিষ্কারের কারণ না জানালেও ভিক্টোরিয়া ওলভেরা নামের এক শিক্ষার্থী বলেছেন, ক্রুজের সঙ্গে তার সাবেক প্রেমিকার নতুন প্রেমিকের লড়াই হওয়ার কারণে তাকে স্কুল থেকে বের করে দেয়া হয়।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ হামলার ঘটনাই বলে দিচ্ছে যে, কারও অস্বাভাবিক আচরণ নিয়ে মানুষজন উদ্বিগ্ন থাকলে, সে ব্যাপারে অবশ্যই কর্তৃপক্ষকে আগে থেকে বার বার জানাতে হবে।
উল্লেখ্য, এফবিআই এই ঘটনার তদন্ত কাজে সহায়তায় করছে।
আরও পড়ুন:
এপি/জেএইচ
মন্তব্য করুন