• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

গরুপাচার বন্ধে মমতাকে পদক্ষেপ নিতে বিজেপি নেতার অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৪

বাংলাদেশে গরু পাচার বন্ধ করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা হংসরাজ আহির।

বৃহস্পতিবার হায়দরাবাদের রাজেন্দ্রনগরে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে অনুরোধ জানাবো, যে এই ধরনের অবৈধ কাজ যেনো এখনই বন্ধ করতে পদক্ষেপ নেন। খবর পিটিআই।

--------------------------------------------------------
আরও পড়ুন: ৭ মিনিটে ১৭ জনকে গুলি করে হত্যা!
--------------------------------------------------------

তিনি আরও বলেন, গরু বিভিন্ন দিক থেকে খুবই উপকারী একটি প্রাণী। গরুর মূত্র থেকে ওষুধ তৈরি হয়। আমি খুব অবাক হই যখন আমি দেখি বিশাল সংখ্যক গরু পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।

গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা কার্যকর না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশজুড়ে গরু জবাই এরইমধ্যে অবৈধ বলে ঘোষণা দেয়া হয়েছে। দেশের ২৯টি রাজ্যের মধ্যে ২৪টিতেই গরু বিক্রি ও জবাইয়ের ওপর বিধিনিষেধ জারি রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কার্যকর করা হচ্ছে না। ভারতের সংস্কৃতিতে গরু একটা বিশেষ জায়গা ধারণ করে। গরু রক্ষা করা কেবল হিন্দুদের দায়িত্ব নয়, বরং সমগ্র দেশবাসীকে এই কাজে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন:

এপি/জেএইচ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের দাবি ইরানের সর্বোচ্চ নেতার
ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা
ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ