• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘তাজমহল কখনও শিবমন্দির ছিল না’

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৪

ভারতের আগ্রার ঐতিহাসিক তাজমহল কখনও শিবমন্দির ছিল না। জরিপ শেষে এমন একটি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে দেশটির প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ (এএসআই)। তারা বলছে, এটি সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজ মহলের একটি কবর। এরমধ্য দিয়ে মন্দির না স্মৃতিসৌধ সেটির ব্যাপারে বিতর্কের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।

উত্তর প্রদেশের আগ্রায় স্থানীয় একটি আদালতে এফিডেফিট জমা দেয় এএসআই। এএসআই’র আইনজীবী অঞ্জনী শর্মা বলেছেন, সম্রাট শাহজাহান প্রয়াত স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল নির্মাণ করেছেন।

তিনি আরও বলেন, যে ‘তথ্যপ্রমাণ’ উস্থাপন করা হয়েছে তাতে বলাই যায় ‘তেজোমহল’ দাবিটি কাল্পনিক।

অঞ্জনী বলেন, সুপ্রিম কোর্ট ইতোমধ্যেই বলে দিয়েছে তাজমহলের কোন অংশ পর্যটকদের জন্য খোলা থাকবে। তাই এই বিষয় নিয়ে পর্যালোচনার কোনো দরকার নেই।

প্রত্নতত্ত্ব জরিপ বিভাগের কর্মকর্তা জানাচ্ছেন, এই বিতর্কের মূলে রয়েছে নিজেকে ইতিহাসবিদ দাবি করা পিএন ওক নামে এক ব্যক্তির লিখিত একটি বই। যেখানে তিনি এটির হিন্দু শিকড়ের স্বপক্ষে তথাকথিত তথ্যপ্রমাণ উপস্থাপন করেছেন।

ওই বই প্রকাশিত হওয়ার পর থেকেই থেমে থেমে এই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। আর রাজনৈতিক নেতাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবরস্থানের দেয়ালধসে শিশুর মৃত্যু, আহত ৬
সাবেক স্বামীর কবর জিয়ারত করে যা বললেন পরিমণি
৪০ বছরের কবরস্থান ফিরে পেতে ভুক্তভোগীদের মানববন্ধন
সাংবাদিক আকবর হোসেনকে যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার নিয়োগ