বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো রাখাইনের রাজধানী
মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্যের রাজধানী সিত্তয়েতে শনিবার তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পুলিশ বলছে, কারা এই বোমা হামলা চালিয়েছে সেটি খতিয়ে দেখছে। খবর রয়টার্সের।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দুই সপ্তাহের মধ্যে শুরু করার মিয়ানমারের ঘোষণার পর বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটলো।
তিনদিন আগেই উত্তরপূর্বাঞ্চলীয় লাসিও শহরে একটি বোমা হামলায় দুই ব্যাংককর্মী নিহত হয়। সেসময় আহত হয় আরও প্রায় ২৪ জন। ওই এলাকায় বেশ কয়েকটি উপজাতি গ্রুপ মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
পুলিশ বলছে, শনিবার ভোর সাড়ে চারটার দিকে রাজ্য সরকারের সেক্রেটারি টিন মাওং সিয়ের বাড়ির পেছনে একটি বোমার বিস্ফোরণ ঘটে। স্পষ্টভাষী হিসেবে পরিচিত সিয়ে স্থানীয় প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
অন্য দুইটি বোমার বিস্ফোরণ হয় হাইকোর্ট ও ভূমি রেকর্ড অফিসের সামনে।
পুলিশের মুখপাত্র কর্নেল মিও থু সোয়ে বলেছেন, কয়েকজন সন্দেহভাজন আছেন। তবে এখন কথা বলার সময় নেই। পুলিশ বোমার ধরণ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেছেন, শহর থেকে হাতে তৈরি আরও তিনটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গেলো বছরের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযানের প্রেক্ষিতে প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এটিকে জাতিগত শুদ্ধি অভিযান হিসেবে বর্ণনা করেছে।
আরও পড়ুন:
এ/ এমকে
মন্তব্য করুন