উত্তরাধিকার সম্পত্তিতে সমঅধিকার চায় তিউনিসিয়ার নারীরা
উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষদের সমান অধিকারের দাবিতে মিছিল করেছেন তিউনিসিয়ার নারীরা। এ দাবিতে শনিবার দেশটির রাজধানী তুনিসের রাজপথে নেমে আসেন শত শত নারী। খবর সংস্থা রয়টার্স।
পুরুষদের সমান উত্তরাধিকারের বিষয়টি নিয়ে কথা বলা নিষিদ্ধ বিষয় হিসেবে দেখা হয় আরব বিশ্বে। সেক্ষেত্রে তিউনিসিয়ার নারীদের বেশি অধিকার দেয়া হয়েছে। ২০১৭ সাল থেকে মুসলিম নারীদের অমুসলিমদের বিয়ে করার অধিকারও দেয়া হয়েছে দেশটিতে।
এদিকে মিছিলে অংশ নেয়া নারীরা জানান, আমাদের সমান উত্তরাধিকার দেয়া হোক। এই দাবিতে মিছিল নিয়ে তারা পার্লামেন্ট ভবনের দিকে এগিয়ে যান। মিছিলে কিছু পুরুষও যোগ দেন।
একটি সুশীল রাষ্ট্রে আপনি যা পান আমিও ঠিক তাই পাই। এমন শ্লোগানে লেখা ব্যানার বহন করেন আন্দোলনকারী ওই নারীরা। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী একজন নারী যা পান পুরুষ তার দ্বিগুণ পায়।
কাওথার বউলিলা নামের এক আন্দোলনকারী বলেন, এটা সত্য আরব নারীদের তুলনায় তিউনিসিয়ান নারীরা বেশি অধিকার ভোগ করে, কিন্তু আমরা চাই আমাদের ইউরোপীয় নারীদের সঙ্গে তুলনা করা হোক।
আরও পড়ুন:
এপি/জেএইচ
মন্তব্য করুন