• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

উত্তরাধিকার সম্পত্তিতে সমঅধিকার চায় তিউনিসিয়ার নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মার্চ ২০১৮, ২১:৩০

উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষদের সমান অধিকারের দাবিতে মিছিল করেছেন তিউনিসিয়ার নারীরা। এ দাবিতে শনিবার দেশটির রাজধানী তুনিসের রাজপথে নেমে আসেন শত শত নারী। খবর সংস্থা রয়টার্স।

পুরুষদের সমান উত্তরাধিকারের বিষয়টি নিয়ে কথা বলা নিষিদ্ধ বিষয় হিসেবে দেখা হয় আরব বিশ্বে। সেক্ষেত্রে তিউনিসিয়ার নারীদের বেশি অধিকার দেয়া হয়েছে। ২০১৭ সাল থেকে মুসলিম নারীদের অমুসলিমদের বিয়ে করার অধিকারও দেয়া হয়েছে দেশটিতে।

এদিকে মিছিলে অংশ নেয়া নারীরা জানান, আমাদের সমান উত্তরাধিকার দেয়া হোক। এই দাবিতে মিছিল নিয়ে তারা পার্লামেন্ট ভবনের দিকে এগিয়ে যান। মিছিলে কিছু পুরুষও যোগ দেন।

একটি সুশীল রাষ্ট্রে আপনি যা পান আমিও ঠিক তাই পাই। এমন শ্লোগানে লেখা ব্যানার বহন করেন আন্দোলনকারী ওই নারীরা। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী একজন নারী যা পান পুরুষ তার দ্বিগুণ পায়।

কাওথার বউলিলা নামের এক আন্দোলনকারী বলেন, এটা সত্য আরব নারীদের তুলনায় তিউনিসিয়ান নারীরা বেশি অধিকার ভোগ করে, কিন্তু আমরা চাই আমাদের ইউরোপীয় নারীদের সঙ্গে তুলনা করা হোক।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যা, পরিচয় শনাক্ত
আখাউড়ায় নারীকে পুড়িয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
নারীর মোবাইল ছিনতাই, দৌড়ে ধরলেন ডিসি
নারী সংগ্রামের গল্প নিয়ে ‌‘পিঞ্জিরা’