• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

মালয়েশিয়ার নির্বাচনে জয়ের দাবি মাহাথিরের

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মে ২০১৮, ২৩:৩৪

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে জয় দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি দাবি করেন, তার নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটই নির্বাচনে নতুন সরকার গঠনের জন্য পার্লামেন্টে পর্যাপ্ত আসন জিতেছে। খবর রয়টার্স, এক্সপ্রেস ইউকে।

দেশটির নির্বাচন কমিশন থেকে সব শেষ পাওয়া ভোটের অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ক্ষমতাসীন বারিসান ন্যাশিওনাল (বিএন) জোট এ পর্যন্ত পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে ২৫ টিতে জয় পেয়েছে। আর মাহাথিরের বিরোধীদলীয় জোট জিতেছে ১৬ টি আসনে।

কোনো দল বা জোট ১১২ আসনের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই শাসনক্ষমতায় আসতে পারে।

মাহাথির বলেছেন, তার পাকাতান হারপান জোট জয় পেয়েছে বলেই মনে করছেন।

প্রধানমন্ত্রীর জোটের কথা উল্লেখ করে সাংবাদিকদের মাহাথির বলেন, আমাদের ভোট গণনা থেকে আমরা মনে করি তারা অনেক পিছিয়ে পড়েছে। তারা সরকার গঠন করতে পারবে না বলেই মনে হচ্ছে।

মাহাথিরের এ দাবি সম্পর্কে নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন জোটের মন্তব্য জানতে চাওয়া হলে তারা কেউই তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে রয়টার্স।

উল্লেখ্য, দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে বৃহস্পতিবার। এদিকে ক্ষমতাসীন এবং বিরোধী শিবির থেকে নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়েছে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই
নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে: মির্জা ফখরুল
চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্থগিত
‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ