না ফেরার দেশে চাঁদে পদচারণ করা চতুর্থ নভোচারী
না ফেরার দেশে চলে গেলেন চাঁদে পদচারণ করা চতুর্থ নভোচারী ৮৬ বছরের অ্যালান বেন। এই সাবেক মার্কিন নভোচারী টেক্সাসে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যালান বেনের পরিবার। খবর বিবিসি।
বেনের পরিবার জানায়, মে মাসের শুরুতে ইন্ডিয়ানায় অসুস্থ হয়ে পড়ার পর হিউস্টনের একটি হাসপাতাল ভর্তি করা হয় অ্যালান বেনকে। ২৬ মে শনিবার তিনি মারা যান।
অ্যাপোলো-১২তে করে চাঁদে পাড়ি জমানো এ মহাকাশচারীর মৃত্যুতে শোক জানিয়েছেন নভোচারী মাইক মাসিমিনো।
মাইক মাসিমিনো বলেন, বেন আমার দেখা সবচেয়ে অসাধারণ একজন মানুষ। প্রকৌশল দক্ষতা ও চিত্রকর হিসেবে অসামান্য অর্জন ছিল তার।
--------------------------------------------------------
আরও পড়ুন : ফেসবুক প্রধান হতে চান হিলারি ক্লিনটন!
--------------------------------------------------------
উল্লেখ্য, মার্কিন নৌবাহিনীর টেস্ট পাইলট স্কুলের সাবেক শিক্ষার্থী বেনকে ১৯৬৩ সালে শিক্ষানবিশ হিসেবে বেছে নিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মোট দুবার মহাশূন্যে গিয়েছিলেন বেন। এর মধ্যে প্রথমবার ছিলেন ১৯৬৯ সালের নভেম্বরে চাঁদে পদার্পণ করা অ্যাপোলো-১২ মহাকাশ মিশনের লুনার মডিউল পাইলট। ১৯৭৩ সালে তিনি মহাশূন্যে যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস স্টেশন স্কাইল্যাবে উড়ে যাওয়া ক্রুবোঝাই দ্বিতীয় ফ্লাইটের কমান্ডার ছিলেন। ১৯৮১ সালে নাসা থেকে অবসর নেয়ার পর চিত্রকর হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন তিনি।
আরও পড়ুন :
এপি/পি
মন্তব্য করুন