• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বৈঠক বাতিলের পর ফের আশা যোগাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ মে ২০১৮, ১৭:৫১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক হবে না এ কথা ঘোষণার একদিন পরই এখন মার্কিন প্রেসিডেন্টের মুখে শোনা যাচ্ছে উল্টো কথা। বৈঠক বাতিলের পর ফের আশা যোগাচ্ছেন ট্রাম্প। খবর এএফপি, চ্যানেল নিউজ এশিয়া।

শনিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সিঙ্গাপুরে ১২ জুনের বৈঠকের দিকে তাকিয়ে আছি আমরা। তারিখ ও জায়গা এখনও বদলায়নি।’

এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক বাতিল করেন। আগামী ১২ জুন সিঙ্গাপুরে ওই বৈঠক অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে যে কোনো সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলে জানান উত্তরকোরীয় নেতা কিম।

--------------------------------------------------------
আরও পড়ুন : না ফেরার দেশে চাঁদে পদচারণ করা চতুর্থ নভোচারী
--------------------------------------------------------

এদিকে শনিবার হঠাৎ বৈঠক করেছে দুই কোরিয়া। বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বিবৃতিতে জানান, ‘খুব দ্রুতই’ট্রাম্প-কিমের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। আশা করি বৈঠকটি খুব ভালো হবে। এই ধরনের বৈঠকের জন্য প্রস্তুতি নিতেও মাসের পর মাস সময় লাগে।

বৈঠকের পর এক বিবৃতিতে সাংবাদিকদের কিম বলেন, আমরা একই জাতি। আমাদের মধ্যে যুদ্ধ করার কোনো কারণ নেই। আর আগামী রোববার আজকের বৈঠকের বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়।

সবশেষ আসলেই কি ট্রাম্প-কিম বৈঠক হবে! তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির প্রতিবাদ
যে কারণে বলপ্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ডের মালিকানা চান ট্রাম্প
ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস
বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, সীমান্তে নির্মাণ কাজ বন্ধ