কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩ জুলাই ২০১৮ , ০৯:০৫ এএম


কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪, আহত ৬০

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তুাম স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর বোমা হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬০ জন। পুলিশ জানিয়েছে, দোস্তাম কাবুল বিমানবন্দরে নামার কিছুক্ষণ পর ওই হামলা চালানো হয়। তবে দোস্তাম অক্ষত আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

বিজ্ঞাপন

এদিকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।

কাবুল পুলিশের কর্মকর্তা হাসমত এসতানকজাই বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জনই নিরাপত্তা বাহিনীর সদস্য ও ট্র্যাফিক কর্মকর্তা। তিনি বলেন, এই হামলায় আরও ৬০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে এসতানকজাই বলেছিলেন, বিমানবন্দরের গেটের বাইরে একজন আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে এসে ওই বোমার বিস্ফোরণ ঘটায়।

কিছু খবরে বলা হয়েছে, জেনারেল দোস্তামের বহর বিমানবন্দর ছাড়ার সময় এই বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তিনি একটি সাঁজোয়া যানের ভেতর ছিলেন।

উজবেক জাতিগোষ্ঠীর সাবেক এই ওয়ারলর্ড যখন বিমানবন্দরে পৌঁছান তখন তার সমর্থকরা হর্ষধ্বনি দিতে থাকে।

বিজ্ঞাপন

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ওই হামলার পর নিজের অফিসে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন জেনারেল দোস্তাম।

এক বছরের বেশি সময় ধরে তুরস্কে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন দোস্তাম। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের লক্ষ্যে অপহরণ ও ধর্ষণ করতে তার লোকদের নির্দেশ দিয়েছিলেন। যদিও দোস্তাম তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন  :

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission