ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আফগান নারীদের মাঠে ফেরাতে আইসিসির বিশেষ উদ্যোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১২:৩০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সারা বিশ্বে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানতালে এগিয়ে যাচ্ছে। খেলাধুলাও এর বাইরে নন। বিশ্বের সব দেশের মেয়েরা যেখানে মাঠে নেমে নিজেদের প্রমাণ করছে। সেখানে আফগানিস্তানের মেয়েরা অনেক পিছিয়ে। কারণ, তালেবান শাসনের জন্য আফগানিস্তানে নারীদের খেলাধুলা বন্ধ ঘোষণা করা হয়েছে।    

বিজ্ঞাপন

আফগানিস্তান থেকে ইতোমধ্যেই নারী খেলোয়াড়দের অনেকেই দেশ ছেড়েছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে তারা আশ্রয় নিচ্ছেন। এবার আইসিসি সেই সব আফগান নারী ক্রিকেটারের পাশে এসে দাঁড়াল। আইসিসি আফগানিস্তানের নারী ক্রিকেটারদের মাঠে ফেরাতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। তাদের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে আইসিসি। আর্থিক সাহায্য থেকে শুরু করে প্রশিক্ষণসহ সব ধরনের সাহায্য করা হবে তাদের।  

আইসিসির এই উদ্যোগের সহযোগী হিসাবে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডগুলো থাকছে। আফগান নারী ক্রিকেটারদের জন্য একটি তহবিল গড়ে তোলা হবে। সেই তহবিল থেকে পাওয়া অর্থ ক্রিকেটারদের কাজে ব্যবহার করা হবে। এ ছাড়া আধুনিক প্রশিক্ষণ থেকে শুরু করে ক্রিকেটারদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এই বিশেষ টাস্ক ফোর্স ব্যবস্থা করবে।

বিজ্ঞাপন

এই বিষয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, যেকোনো পরিস্থিতিতে থাকা ক্রিকেটাররা যাতে নিজেদের প্রমাণ করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যে সহযোগী দেশগুলোর সঙ্গে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ঘরছাড়া আফগান ক্রিকেটাররা যাতে খেলা চালিয়ে যেতে পারেন, সে জন্য বিশেষ তহবিল তৈরি করা হবে।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |