• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ আগস্ট ২০১৮, ২০:৫৬

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার (৬ আগস্ট) থেকে এ ঘোষণা কার্যকর করা হবে।

রোববার সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে এমনটা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর দ্য স্ট্রেইট টাইমস, প্রেসটিভি।

আজ সোমবার থেকে আমেরিকা তাদের প্রথম পর্যায়ের নিষেধাজ্ঞা কার্যকর করবে বলে কথা রয়েছে। প্রথম পর্যায়ের নিষেধাজ্ঞার আওতায় ইরান মার্কিন ডলারের বাজারে ঢুকতে পারবে না। এছাড়া সোনাসহ অন্যান্য মূল্যবান ধাতুর বেচাকেনাও করতে পারবে না ইরান।

মার্কিন নিষেধাজ্ঞার দ্বিতীয় পর্যায়ে আগামী ৪ নভেম্বর থেকে ইরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারবে না।

-----------------------------------------------------------------------------------------------
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাবো: বিজেপি সভাপতি
----------------------------------------------------------------------------------------------

যুক্তরাষ্ট্র দাবি করছে, এ নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের তেল বেচাকেনা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।

উল্লেখ্য, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- ‘আর কখনোই আমাদের হুমকি দেবেন না। অন্যথায় এমন পরিণতি ভোগ করতে হবে, ইতিহাসে খুব কম সংখ্যক লোকই তা ভোগ করেছে। আমরা এখন আর এমন কোনও দেশ নই যে, আপনাদের সহিংসতা ও যা করবেন তা শুনে চুপ থাকবো। সতর্ক হোন।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য এক বৈঠকে মিলিত হতে পারেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আর ওই বৈঠকের মধ্যস্থতা করছে ওমান। ওই বৈঠকে প্রেসিডেন্ট রুহানি ছয় জাতি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিম্নকক্ষে বিল পাসে শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র
বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, খোঁজখবর নেবে যুক্তরাষ্ট্র
গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র
গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা