বন্যাকবলিত কেরালায় ১০ দিনে ৫১৬ কোটি রুপির মদ বিক্রি!
ভয়াবহ বন্যাকবলিত ভারতের কেরালায় গত ১৫ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ১০ দিনে ৫১৬ কোটি রুপির মদ বিক্রি হয়েছে বলে জানিয়েছে কেরালা স্টেট বেভারেজেস করপোরেশন।
ভারতীয় গণমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস(ডিএনএ)।
গত ১০০ বছরেও এমন বন্যার দেখেনি কেরালার মানুষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই বন্যায় ৩৭০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। তিন লাখ ২৬ হাজার বন্যার্ত মানুষ ত্রাণ শিবিরে আছেন।
কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে কমেনি রাজ্যবাসীদের ভয়। তাদের আশঙ্কা, বন্যার পরে পানিবাহিত এবং অন্য যেকোনও রোগ মহামারী আকারে দেখা দিতে পারে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবও দেখা দিয়েছে। এমন অবস্থায় রাজ্যটিতে ৫১৬ কোটি টাকার মদ বিক্রি হয়েছে!
এদিকে, পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে শিগগিরই বন্যার্তদের প্রত্যেককে ১০ হাজার রুপি করে দেয়া হবে জানিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন দেশটির রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বলিউড তারকারা। দেশের বাইরে থেকেও আসছে ত্রাণ।
আরও পড়ুন :
কে/এমকে
মন্তব্য করুন