• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাকিস্তান চালায় আইএসআই-জঙ্গি-সেনাবাহিনী: বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ অক্টোবর ২০১৮, ১৬:০০

রাজ্যসভার এমপি ও বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী বলেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কোনও অর্থ নেই। পুরো পাকিস্তানের নিয়ন্ত্রণ আইএসআই, জঙ্গি ও সেনাবাহিনীর হাতে। খবর কলকাতাটুয়েন্টিফোরসেভেন, ইকোনোমিক টাইমসের।

রোববার আগরতলায় ত্রিপুরা সরকারের সরকারি অতিথিশালায় এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দল বিজেপির এই সাংসদ এ মন্তব্য করেন।

এদিন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আক্রমণ করে বলেন, ইমরান খান নামেই প্রধানমন্ত্রী। আসলে তিনি চাপরাসির মতো কাজ করছেন। পাকিস্তান চালাচ্ছে আইএসআই, জঙ্গি ও সেনাবাহিনী।

গেল আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন ইমরান খান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের ফাঁকে উভয় দেশের নেতাদের মধ্যে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা ভেস্তে যায়।

এদিকে ভারত-পাকিস্তান সমস্যা মেটাতে পাকিস্তানকে চার ভাগ করার পরামর্শও দিয়েছেন বিজেপির বিতর্কিত এই নেতা। তিনি বলেন, সিন্ধু, বেলুচিস্তান, খাইবার পাখতুন খাওয়া এবং পশ্চিম পাকিস্তান, এই চার ভাগে পাকিস্তানকে ভাগ করে দেয়া উচিত। তাহলেই ভারত-পাকিস্তানের সমস্যা মিটতে পারে।

এছাড়া পশ্চিম পাকিস্তান বাদে বাকি তিন ভাগকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবিও করেছেন সুব্রামনিয়াম। আর এভাবেই নাকি উপনিবেশের প্রধান সমস্যার সমাধান সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তান থেকে আসা জাহাজের ৩১৭ কনটেইনারে যা আনা হলো
এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার
বাংলাদেশ-পাকিস্তান সমুদ্র যোগাযোগ চালু, উদ্বিগ্ন ভারত
পাকিস্তান সরে দাঁড়ালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত