• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ২, আটকে আছেন ২০ জন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ অক্টোবর ২০১৮, ১৭:১৫
ছবি: চীনা গণমাধ্যম সিনহুয়া

চীনে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় দুজন মারা গেছেন। এছাড়া খনিতে আটকে আছেন ২০ জন।

শনিবার রাত ১১টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় শ্যাংডং প্রদেশের ইয়ুনচেংয়ে অবস্থিত লংগয়ুন কয়লা খনিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনা সরকার পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া।

শ্যাংডং এনার্জি গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে সম্পৃক্ত বিশেষজ্ঞ এবং খনিটির মালিক ঝাই মিংঘুয়া বলেন, বিস্ফোরণের ফলে খনিটির পানি নিষ্কাশন টানেলের একটি অংশ ধ্বংস হয়ে যায়। এসময় আন্ডারগ্রাউন্ডে ৩৩৪ জন কাজ করছিলেন। তাদের মধ্যে ৩১২ জন নিরাপদে ওপরে উঠতে সক্ষম হন।

দুর্ঘটনার পর তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু হয়। রোববার সকাল ১১টার দিকে বিস্ফোরণে ধ্বংস হওয়া টানেলটির আশেপাশের ২০০ মিটার জায়গাজুড়ে বায়ুচলাচল স্বাভাবিক হয়েছে। বাকি আছে মাত্র ৫০ মিটার।

ঝাই বলেন, টানেলের ওপর থেকে ভাঙা পাথর পড়ায় আটকে পড়া ২০ জন এবং মরদেহ দুটি উদ্ধারের কাজ বিলম্বিত হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত হচ্ছে। তবে খননের সময় পাথর বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটে থাকে।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
নিহত আইনজীবীকে দলীয় কর্মী দাবি করে জামায়াত আমিরের নিন্দা
চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত
কুমিল্লায় ট্রেনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৬