• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

মেট্রোরেলে ৭ পদে ৪৭ জন নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:৫৩

নির্মানাধীন মেট্রোরেলের ৭টি পদে ৪৭ জনকে নিয়োগ দেয়া হচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইট সূত্রে তথ্যটি জানা গেছে। ২০১২-২০২৮ মেয়াদে বাস্তবায়নাধীন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা

সহকারী প্রকৌশলী (সিভিল), গ্রেড-৯ পদে ৮ জনকে নেয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বেতন সর্বসাকুল্যে ৩৫,৬০০ টাকা।

সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), গ্রেড-৯ পদে ৬ জনকে নেয়া হবে। ইলেকিট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বেতন সর্বসাকুল্যে ৩৫,৬০০ টাকা।

সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), গ্রেড-৯ পদে ছয় জনকে নেয়া হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বেতন সর্বসাকুল্যে ৩৫,৬০০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), গ্রেড-১০ পদে ১০জনকে নেয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বেতন সর্বসাকুল্যে ২৭,১০০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), গ্রেড-১০ পদে ছয় জনকে নেয়া হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বেতন সর্বসাকুল্যে ২৭,১০০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), গ্রেড-১০ পদে ৬ জনকে নেয়া হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বেতন সর্বসাকুল্যে ২৭,১০০ টাকা।

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে পাঁচজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও সরকার কর্তৃক অনুমোদিত কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া

সকল প্রার্থীকে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা www.mopa.gov.bd, www.rthd.gov.bd এবং www.dmtc.org.bd ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। তবে অভিজ্ঞতা ও পারফরমেন্সের ভিত্তিতে পরবর্তী স্থায়ী নিয়োগে অগ্রাধিকার পাবেন।

আবেদনের ঠিকানা

প্রকল্প পরিচালক, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফেন্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখতে পাবেন https://goo.gl/MLDUhz এই লিংকে।

প্রতিষ্ঠানের নাম: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

প্রকল্পের নাম: ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.rthd.gov.bd থেকে সংগ্রহ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০১৮

আরও পড়ুন

কেএইচ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইয়ের মান তদারকিতে ১৫০ জন শিক্ষক নিয়োগ
শিক্ষক নিয়োগে অনিয়মে পঙ্গু হয়ে গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো: শিক্ষা উপদেষ্টা
পাওয়ার কোম্পানিতে নিয়োগ, বেতন আকর্ষণীয়
ব্র্যাক ব্যাংকে ৪ জেলায় নিয়োগ