• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ২৪২ নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ জানুয়ারি ২০১৮, ১৪:২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১২ পদে সর্বমোট ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

হিসাবরক্ষক পদটিতে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সহকারী প্রসিকিউটর পদটিতে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। উপ-পরিদর্শক ৯ জনকে উক্ত পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

গবেষণা তথ্য সংগ্রহকারী পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। গাড়িচালক হিসেবে ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।ন্যূনতম অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।

টেলিফোন অপারেটর পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।
সিপাহি পদে ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস থাকতে হবে।

ওয়্যারলেস অপারেটর পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস থাকতে হবে।
নিরাপত্তা প্রহরী পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।

পরিচ্ছন্নতাকর্মী পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।

বেতন পদ ভেদে ৮ হাজার ২৫০ টাকা থেকে শুরু করে ৩০ হাজার ২৩০।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dnc.teletalkcom.bd ওয়েবসাইটের মাধ্যমে উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি ২০১৮ বিকাল ৫টা পর্যন্ত।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কেএইচ/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ
যেসব কারণে নিষিদ্ধ হলো ছাত্রলীগ
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নোবিপ্রবিতে আনন্দমিছিল 
গ্যারেজে মিলল ৮ কেজি গাঁজা, আটক ১