• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

প্রাথমিকে আরও ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ জানুয়ারি ২০১৮, ১২:০৮

আরও সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী মার্চ মাসে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৪ হাজার ৮২০টি। এর মধ্যে প্রায় ২০ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের ১৭ হাজার পদ শূন্য রয়েছে। শূন্য এসব পদ পূরণে রাজস্ব খাতে নতুন করে এ সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।

২০১৪ সালে স্থগিত হওয়া ১০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আবার চালু হয়েছে। আসছে এপ্রিলের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কথা। চলতি এ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বাকী সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী গণমাধ্যমকে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শূন্য পদগুলো পূরণে নতুন নিয়োগ কার্যক্রম রয়েছে। ২০১৪ সালের স্থগিত হওয়া ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে। এ কার্যক্রম আগামী এপ্রিলের মধ্যে শেষ করা হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ২৪২ নিয়োগ
--------------------------------------------------------

তিনি আরও জানান, এ নিয়োগ কার্যক্রম শেষ হওয়ার আগেই নতুন করে আরও সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। মার্চে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধিদপ্তর সূত্র আরও জানায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় রাজস্ব খাতে জেলা-উপজেলা পর্যায়ে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, অতিরিক্ত ক্লাসরুম তৈরি, প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হবে। এসব বিদ্যালয়ে শূন্য শিক্ষক পদ, প্রয়োজন অনুযায়ী সৃষ্ট পদ, প্রাক-প্রাথমিক স্তর মিলিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে।

আরও পড়ুন:

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা বই কবে পাবে, জানালেন এনসিটিবি চেয়ারম্যান
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ
জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি আবেদনের সুযোগ
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুদান জাপানের