সরকারি দুই আর্থিক প্রতিষ্ঠানে ১৬৪ কর্মকর্তা নিয়োগ
বাংলাদেশে ব্যাংক ব্যংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি প্রতিষ্ঠানে জনবল নিয়োগ দিচ্ছে। গতকাল বুধবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে খবরটি জানা যায়। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক- এ দুটি প্রতিষ্ঠানে ‘কর্মকর্তা (সাধারণ)’ ১৬৪টি শূন্য পদের বিপরীতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পদ ও পদসংখ্যা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৫৬ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১০৮টি পদে এ নিয়োগ দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসহ ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বেতন
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে বেতন ও অন্য সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
আরও পড়ুনঃ
কেএইচ/এসএস
মন্তব্য করুন