• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ

আরটিভি অনলাইন

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৪

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে ১০ হাজার জনবল নিয়োগ দেয়া হচ্ছে। স্থগিত হওয়া এ নিয়োগ কার্যক্রম আবার চালু করল বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট এবং তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ খবরটি জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, জননিরাপত্তা বিধান ও সেবার মহান ব্রতে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮৫০০ জন পুরুষ ও ১৫০০ জন নারীসহ সর্বমোট ১০ হাজার জনকে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাদেরকে শারীরিক মাপ, লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জেলা ভিত্তিক শারীরিক মাপ, লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষা আলাদা আলাদা সময়ে অনুষ্ঠিত হবে।

প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

এর আগে, গত ২১ ডিসেম্বর এই পদে ১০ হাজার পুলিশ সদস্য নেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ১৪ জানুয়ারি নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২০ টাকায় স্বপ্নপূরণ ৩১ তরুণ-তরুণীর
পুলিশের নতুন আইজি সম্পর্কে যা জানা গেল
এইচএসসি পাসে চাকরি দেবে বাংলাদেশ পুলিশ
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর