• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

যমুনা অয়েল কোম্পানিতে ৪৫ জনের চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫০

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৪৫ পদে নিয়োগ দেবে।

ডেপুটি ম্যানেজার পদে একজন, মেডিকেল অফিসার পদে একজন, সিনিয়র অফিসার (সেলস) পদে একজন, সিনিয়র অফিসার (লিগ্যাল অ্যান্ড এস্টেট) পদে একজন, সিনিয়র অফিসার (অডিট) পদে দুইজন, সিনিয়র অফিসার (প্রোগ্রামার)পদে একজন, সিনিয়র অফিসার (মেইনটেন্যান্স)পদে একজন, অফিসার (ইঞ্জিনিয়ারিং)পদে তিনজন, অফিসার (অপারেশন্স)পদে নয়জন, অফিসার (শিপিং) পদে একজন, অফিসার (হিউম্যান রিসোর্সেস) পদে একজন, অফিসার (পাবলিক রিলেসন্স)পদে একজন, অফিসার (অডিট) পদে দুইজন, অফিসার (একাউন্টস) পদে দুইজন, অফিসার (নেটওয়ার্কিং) পদে দুইজন, অফিসার (কনফিডেন্সিয়াল) পদে একজন, জুনিয়র অফিসার (নেটওয়ার্কিং) পদে একজন, জুনিয়র অফিসার (ফাইনান্স) পদে চারজন, জুনিয়র অফিসার (কোম্পানি সেক্রেটারিয়েট) পদে একজন, জুনিয়র অফিসার (ফায়ার এন্ড সেফটি) পদে একজন, জুনিয়র অফিসার (সিকিউরিটি)পদে একজন, জুনিয়র অফিসার (প্লানিং অ্যান্ড ইকোনমিক্স) পদে তিনজন, জুনিয়র অফিসার (অপারেশন) পদে দুইজন, জুনিয়র অফিসার (এডমিনিস্ট্রেশন) পদে একজন এবং জুনিয়র অফিসার (পারচেজ) পদে একজন।

আবেদনকারীরা http://jocl.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের ফরম তোলা ও পরীক্ষার ফি জমাদানের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।

আবেদন করা যাবে এ বছরের মার্চের ৬ তারিখ পর্যন্ত।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

কেএইচ/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আকর্ষণীয় বেতনে ২০০ জনকে চাকরি দিচ্ছে ডিজিকন টেকনোলজিস
জুলাই অভ্যুত্থানে আহতদের ১০০ জন পাচ্ছেন পুলিশে চাকরি
একাধিক জনবল নিয়োগ দেবে ওয়ালটন
হোন্ডায় চাকরির সুযোগ, প্রয়োজন কম্পিউটারে দক্ষতা