১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু মার্চে
সম্প্রতি স্থগিত হওয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজার নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগামী মার্চ মাস থেকেই নির্দিষ্ট জেলার পুলিশ লাইনসে এই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। পদটিতে সাড়ে ৮ হাজার পুরুষ ও দেড় হাজার নারী নিয়োগ দেয়া হবে।
কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম জিপিএ-২.৫সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। আর বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। বয়স হতে হবে ০১-০১-২০১৮ তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটার ক্ষেত্রে শারীরিক যোগ্যতা ও বয়সের ভিন্নতা রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে প্রথমে শারীরিক পরীক্ষা দিতে হবে। এখানে উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে দেড়ঘণ্টা সময়ের ৪০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত তারিখে ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ধাপে উত্তীর্ণ হতে হলে উভয় পরীক্ষায় আলাদাভাবে ৪৫ শতাংশ নম্বর পেতে হবে।
সব পরীক্ষায় উত্তীর্ণদের প্রথমে নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এ প্রশিক্ষণকালীন প্রার্থীরা বিনা মূল্যে পোশাকসামগ্রী, থাকা-খাওয়া, চিকিৎসাসুবিধাসহ প্রতি মাসে ৭৫০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা পাবেন।
প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ হাজার টাকা স্কেলে বেতন পাবেন। এ ছাড়া শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী হলে বিনামূল্যে পোশাকসামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসাসুবিধা, রেশনসামগ্রীসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
আরও পড়ুন:
এসএইচ/ এমকে
মন্তব্য করুন