• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

মাদরাসা শিক্ষা বোর্ডে ২৫ জনের নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২২

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ৭টি পদে ২৫ জনকে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। পদগুলোতে নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রোগ্রামার পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে পদার্থ, ফলিত পদার্থ, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, বাণিজ্য, ব্যবসায় প্রশাসন- যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রিধারী হলেও চলবে। সেই সাথে পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। সহকারী প্রোগ্রামার হিসেবে কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে কম্পিউটার সাইন্স/ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ দেয়া হবে দুইজনকে। চাকরিপ্রত্যাশীকে প্রার্থীকে পদার্থ, ফলিত পদার্থ, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, বাণিজ্য, ব্যবসায় প্রশাসন- যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রিধারী হলেও চলবে। সেই সাথে পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। কম্পিউটার এপটিচুড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।

সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে একজনের। প্রার্থীদের ৪ বছর মেয়াদী কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

শারীরিক শিক্ষা অফিসার পদে একজন নেয়া হবে। চাকরিপ্রত্যাশীদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট হতে বিপিএডসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

উপ-সহকারী প্রকৌশলী কাম তত্ত্বাবধায়ক পদে জনবল নিয়োগ হবে একজন।প্রার্থীর পুরকৌশল এ ডিপ্লোমা থাকতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় তেজগাঁও কলেজ কেন্দ্র বাদ
--------------------------------------------------------

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৭ জনের নিয়োগ হবে। প্রার্থীকে এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস একসেস, ইন্টারনেট এ কাজে অভিজ্ঞাদের অগ্রাধিকার দেয়া হবে।

ইলেকট্রিশিয়ান পদে দুইজনের নিয়োগ হবে। প্রার্থীকে এসএসসি কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সেই সাথে স্বীকৃত কোনও ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পরীক্ষার সদন থাকতে হবে।

সকল পদেই সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদনের শেষ সময় ৭ মার্চ ২০১৮।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রয়োজন স্নাতক পাস
কমিউনিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, নেই বয়সসীমা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী
পাওয়ার গ্রিডের নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন