• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

সিদ্ধেশ্বরী গার্লস কলেজে প্রভাষক পদে চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪১

নয়জন প্রভাষক ও একজন ক্যাশিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

খ্যাতিমান এ শিক্ষাপ্রতিষ্ঠানটি পাঁচটি বিষয়ে নয়জন প্রভাষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কেটিং বিষয়ে দুইজন, উদ্ভিদবিজ্ঞান বিষয়ে দুইজন, বাংলা বিষয়ে দুইজন, আইসিটি বিষয়ে দুইজন এবং গণিত বিষয়ে একজন প্রভাষক নেয়া হবে বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।

চাকরিপ্রত্যাশীদের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়গুলোতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের মাসিক ২২০০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানটি ক্যাশিয়ার পদেও একজনকে নিয়োগ দেবে। প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে পরদর্শী হতে হবে।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের আবেদন পত্রের সাথে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও নাগরিকত্বের সনদপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। প্রভাষক পদের প্রার্থীদের শিক্ষক নিবন্ধন বা এমপিওর সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রভাষক পদের জন্য ৫০০ টাকা এবং ক্যাশিয়ার পদের জন্য ১০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ অধ্যক্ষ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা বরাবর জমা দিতে হবে।

আবেদন করা যাবে ১১ মার্চ ২০১৮ সালের মধ্যে।

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

কেএইচ/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি আবেদনের সুযোগ
নন-ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি
একদিনেই ৩ মাস ২২ দিনের স্বাক্ষর করলেন প্রভাষক!
দুয়েক দিনের মধ্যেই পুলিশের এসআই নিয়োগ বিজ্ঞপ্তি