আজ ঢাকায় কোথায় কী হচ্ছে
আজ শুক্রবার, ১৩ এপ্রিল রাজধানীতে রয়েছে নানা আয়োজন। বিভিন্ন আয়োজনে কাটাতে পারেন অবসর সময়টি। রাজধানীর নানা প্রান্তে চৈত্রসংক্রান্তির বাহারি সব আয়োজনের পাশাপাশি আছে পেইন্টিং এক্সিবিশন ও মঞ্চনাটকের বাহারি সম্মিলন। ছুটির দিনের ঢাকা নিয়েই সাজানো হয়েছে এই আয়োজন। শিডিউল দেখে ঘুরে আসুন কোথাও থেকে।
--------------------------------------------------------
আরও পড়ুন : এই সপ্তাহ আপনার কেমন যাবে
--------------------------------------------------------
বৈশাখ উৎসব ১৪২৫
আয়োজক: বেঙ্গল ফাউন্ডেশন
আয়োজনের স্থান: বেঙ্গল বই, লালমাটিয়া
সময়: সন্ধ্যা ৭টা
চৈত্রের সংক্রান্তি এবং বর্ষবরণ
আয়োজক: সুরের ধারা-চ্যানেল আই
আয়োজনের স্থান: বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার
সময়: সন্ধ্যা ৬টা ৩০
সোলো পেইন্টিং এক্সিবিশন ‘পিস বাই শাহাবুদ্দীন আহমেদ’
আয়োজনের স্থান: দুই নম্বর গ্যালারি, ন্যাশনাল আর্ট গ্যালারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সময়: সকাল ১১টা থেকে রাত ৮টা।
একক আলোকচিত্র প্রদর্শনী ‘ফটোজিয়াম বাই নাসির আলী মামুন’
আয়োজনের স্থান: নলিনী কান্ত ভট্টশালী গ্যালারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সময়: সময় সকাল ১০টা ৩০- সন্ধ্যা ৮টা
চৈত্র সংক্রান্তির উৎসব ‘লাঠি খেলা, লোকসংগীত ও পালাগান’
আয়োজক: বাংলাদেশ শিল্পকলা একাডেমি
আয়োজনের স্থান: উন্মুক্ত প্রান্তর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সময়: বিকাল ৪টা
চৈত্র সংক্রান্তি উৎসব
আয়োজক: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন
আয়োজনের স্থান: এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ৩০
নাটক উইলিয়াম শেক্সপিয়রের ‘হ্যামলেট’
নাট্যদল: নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
প্রদর্শনীর স্থান: জাতীয় নাট্যশালা মূল হল
সময়: সন্ধ্যা ৭টা
আরও পড়ুন :
কেএইচ/ জেএইচ
মন্তব্য করুন