ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

প্রস্তুত জল্লাদ

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৬ , ০৭:১৮ পিএম


loading/img

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝোলাতে প্রস্তুত তিনজন জল্লাদ। এরা হলেন   দীন ইসলাম, শাহজাহান ও শাহীন। বৃহস্পতি ও শুক্রবারের ফাঁসি কার্যকরের মহড়ায় তারা তিনজনই উপস্থিত ছিলেন।  এছাড়া আরো দু’জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

বিজ্ঞাপন

শনিবার কাশিমপুর কারাসূত্রে এ তথ্য জানা যায়।

ফাঁসি কার্যকর কে করবেন তা ফাঁসির আগ মুহূর্তেই ঠিক করা হবে। তবে এদের মধ্যে জল্লাদ শাহজাহানের নেতৃত্বে ফাঁসি কার্যকরের গুঞ্জন শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার মীর কাসেমের ফাঁসি কার্যকরে চূড়ান্ত মহড়া সম্পন্ন হয়।

পরিবারের ৩৮ সদস্য তার সঙ্গে কারাগারের ৪০ নম্বর কনডেম সেলে দেখা করার সুযোগ পান।

নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে কাশিমপুর কারাগারের আশপাশের এলাকা। এর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকর করার ধরনের সঙ্গে আজকের নেয়া প্রস্তুতির বেশ মিল পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করবেন না জানানোর পরে মীর কাসেম আলীর ফাঁসির নির্বাহী আদেশ শনিবার বিকেলে কাশিমপুর কারাগারে পৌঁছে।

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |