চাঁদে প্রথম মহাকাশ পর্যটক জাপানি ধনকুবের
বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক হিসেবে চাঁদে যাবেন জাপানের ধনকুবের ইউসাকু মায়েজাওয়া। ক্যালিফোর্নিয়ার হাউথ্রনে স্পেসএক্সের সদরদপ্তর থেকে সোমবার এটি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও এলন মাস্ক। আগামী ২০২৩ সালে বিগ ফ্যালকন রকেটে করে চাঁদের পাশ দিয়ে ঘুরে আসবেন মায়েজাওয়া। খবর সিএনএনের।
চাঁদে পর্যটক পাঠানোর কথা আগেই জানিয়েছিলেন মাস্ক। কিন্তু প্রথম মহাকাশ পর্যটক কে হবেন সে নামটা তখন জানাননি তিনি।
এক সংবাদ সম্মেলনে মায়েজাওয়া বলেছেন, তিনি এই মিশনের তার সঙ্গে ছয় থেকে আটজন শিল্পী নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।
তিনি বলেন, আমি এই অভিজ্ঞতা যতজনের সঙ্গে সম্ভব ভাগ করে নিতে চাই। তাই চাঁদে আমার সঙ্গে আমি শিল্পী নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
স্পেসএক্সের সিইও এলন মাস্ক বলেছেন, চাঁদে ওই ট্রিপ চার বা পাঁচদিনের হবে।
স্পেসএক্সের নতুন মহাকাশযান ব্যবস্থা বিগ ফ্যালকন রকেট বা বিএফআর-এ করে পর্যটকরা চাঁদে যাবেন। এটিতে একটি বড় রকেট বুস্টার রয়েছে, যা তৈরি যেকোনও রকেটের চেয়ে শক্তিশালী।
এর আগে ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে স্পেসএক্সের প্রেসিডেন্ট গোয়েন শটওয়েল বলেন, তিনি আশা করেন আগামী বছর এই মহাকাশযানটি সংক্ষিপ্ত পরীক্ষামূলক উড্ডয়ন করবে।
শটওয়েল বলেন, ২০২০ সালে প্রথমবারের মতো পুরো রকেট কক্ষপথে পৌঁছাতে পারে এবং ২০২২ সালে চাঁদ বা মঙ্গলগ্রহে মালামাল ডেলিভার করতে পারবে।
আরও পড়ুন :
এ/পি
মন্তব্য করুন